29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

ভোটের প্রচারে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু

শান্তনু বিশ্বাস, বাগদাঃ

আসন্ন পঞ্চায়েত ভোটে শেষ লগ্নের প্রচারে এসে ধর্মীয় জগীড় তুলে বিজেপিকে কটাক্ষ করলেন বীজপুরের বিধায়ক তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেন, ' বাংলা হল বৈচিত্রের মধ্যে ঐক্য । বাংলায় নানা ধর্মের মানুষের বসবাস ৷ কিন্তু একটি রাজনৈতিক দল শুধুমাত্র এই বৈচিত্রের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। এমনকি বিজেপির প্রচারে মুকূল রায়ের স্মার্ট ফোন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলার মানুষের দরকার দু টাকা কিলো চাল, কন্যাশ্রী, যুবশ্রী।'

এছাড়া তিনি মুকুল রায় , "দীলিপ ঘোষের নাম ধরে বলেন বাইরে মুকুল বাবুরা যতই ঢিল মেরে চেষ্টা করুক না কে বাংলার উন্নয়নকে রোখা যাবে না। তিনি বলেন বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছেন তা বাংলার মা বোনেরা সহ্য করবে না। প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি প্রসঙ্গে বলেন, কোথায় গেল পনেরো লাখের প্রতিশ্রুতি। ওসব বুজরুকি বাংলার মানুষ ক্ষমা করবেনা।"

মূলত বিরোধীরা ভোট চাইছে না বলেই বারবার আদালতের দরজায় যাচ্ছে ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভ্রাংশু বাবু জানান, মমতা বন্দোপাধ্যায় আমার নেত্রী , আমার রাজনৈতিক স্বত্ত্বা আর মুকুল রায় আমার পারিবারিক স্বত্ত্বা। আমার নেএীকে কেউ আক্রমন করলে আমিও তাঁকে আক্রমন করবো। এদিন বাগদা বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার সাড়েন বীজপুরের বিধায়ক তথা শুভ্রাংশু রায়।

 

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles