32.3 C
Kolkata
Friday, April 26, 2024
spot_img

লক্ষাধিক মার্কিন ডলার সহ গ্রেফতার জেট এয়ারওয়েজের বিমান সেবিকা

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

দিল্লি বিমানবন্দরের একটি হংকংগামী জেট এয়ারওয়েজের বিমানের এক বিমান সেবিকার কাছ থেকে ৩.২১ কোটি টাকা মার্কিন ডলার উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স। এই ঘটনার জেরে গ্রেফতার করা হয় সেই বিমান সেবিকাকে।

উল্লেখ্য গ্রেফতার বিমান সেবিকা কালো টাকার বদলে দেশে সোনা নিয়ে আসার কাজ করছিলেন। মূলত এই চক্রের সাথে জড়িত অমিত নামে একজন তার সাথে আলাপ করে এবং তাকে এই কাজের দায়িত্ব দেয়। তারপর থেকে তিনি টাকাগুলি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফেলতেন যাতে বিমানকর্মীদের নজর এড়িয়ে সহজে এত টাকা পাচার করা যায়। এমনকি চোরাচালান হওয়া গোটা টাকার ১ শতাংশ কমিশন হিসেবে পেতেন এই বিমান সেবিকা। প্রসঙ্গগত বিগত দুই মাসে হংকং-এর সাতটি উড়ানে তিনি মোট ১০ লাখ মার্কিন ডলার পাচার করেছেন। বর্তমানে ধৃতকে জেরা করে গোটা চক্রের বিষয়ে জানার চেষ্টা করছেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের কর্মীরা।

এক্ষেত্রে জেট এয়ারওয়েজও জানিয়েছে, তদন্ত রিপোর্ট হাতে আসার পরই, বিমানসংস্থা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles