29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

২০১৮ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের চূড়ান্ত ক্রম প্রকাশ

মিজান রহমান, ঢাকা:

২০১৮ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধিত চূড়ান্ত ক্রম প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধনের ৩৮২৯০৭ থেকে ৩৮৩৪২৪ ক্রমিক পর্যন্ত হজ গমনে ইচ্ছুক ব্যক্তিগণ আগামীকাল ২৫শে এপ্রিল রাত ৮টা পর্যন্ত নিবন্ধনের জন্য সময় পাবেন। নিবন্ধনের জন্য আর সময় বৃদ্ধি করা হবে না উল্লেখ করে আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনার নির্ধারিত কোটা ১,২০,০০০ জনের বিপরীতে ৪৫ জনের জন্য ১ জন করে গাইড এবং মোনাজ্জেম সহ মোট তিন হাজার চারশত জনের সংখ্যা সংরক্ষণ করা হয়েছিল। চলমান নিবন্ধন কার্যক্রমে দেখা যাচ্ছে যে, ১,২০,০০০ জনের বিপরীতে ৪৫ জনের জন্য ১ জন হারে গাইডের প্রকৃত সংখ্যা দাঁড়ায়-দুই হাজার ৬০৯ জন।

অন্যদিকে নিবন্ধনে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৫৫৫টি। এই হিসেবে মোট গাইড এবং মোনাজ্জেম হবেন তিন হাজার ১৬৪টি। প্রথম পর্যায়ে সংরক্ষিত সংখ্যা তিন হাজার চারশ হতে প্রকৃত তিন হাজার ১৬৪ সংখ্যা বিয়োগ করলে মোট (৩৪০০-৩১৬৪)= ২৩৬ জনের সংখ্যা আরো অবশিষ্ট থাকে। অপেক্ষমান তালিকা হতে ২০১৮ সালের হজে নিবন্ধনের জন্য নির্বাচিত যে সকল হজযাত্রীর এজেন্সি ন্যূনতম কোটা পূরণ করতে পারবে না তারা জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৮ অনুযায়ী সমন্বয় করে লিড এজেন্সি নির্ধারণপূর্বক সমন্বয়/স্থানান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles