28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বাংলাদেশ প্রধানমন্ত্রী পাচ্ছেন গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য এ সম্মাননা দেওয়া হচ্ছে তাকে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ২৪শে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর ঘিরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে সিডনিতে গ্লোবাল সামিট অব উইমেন শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬-২৮শে এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে তাকে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। অস্ট্রেলিয়া সফরে উইমেন সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ২৮শে এপ্রিল দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। সম্মেলনের সাইড লাইন বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। ১৯৯০ সাল থেকে প্রতি বছর গ্লোবাল উইমেন সামিট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর টোকিওতে এ সামিট অনুষ্ঠিত হয়। এবারের সামিটের আয়োজক অস্ট্রেলিয়া। বিশ্বের ৬০টি দেশের প্রায় এক হাজারের বেশি প্রতিনিধি সামিটে অংশ নেবেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles