ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
৩ রা জানুয়ারি বিকেলে সাম্বা ও হীরানগর সেক্টর এলাকার সেনা ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গুলি চালাতে থাকে পাক সেনা। এই পাক সেনার বিনা প্ররোচনায় চালানো গুলিতে শহীদ হন এক বা্ঙ্গালী কনস্টেবল রাধাপদ হাজরা।
কিন্তু ভারতীয় সেনারাও চুপ থাকার পাত্র নয়। এই বা্ঙ্গালী কনস্টেবলের মৃত্যুর বদলা নিতে জোড় কদমে তল্লাসি শুরু করে দেয় ভারতীয় সেনা জওয়ানরা। অবশেষে, বিনা প্ররোচনার এই হামলা পালটা জবাব দিতে ৪ ঠা জানুয়ারি সকালে অনুপ্রবেশকারীদের ১৫ জন পাকিস্তানি রেঞ্জার্সকে একের পর এক গুলি চালিয়ে খতম করে ভারতীয় সেনা।
এছাড়াও হামলার জবাব দিতে পাকিস্তানের তিনটি মর্টার রেঞ্জ ও বর্ডার আউট পোস্ট নিশানা করে ভারতীয় সেনা। এর ফলে পাকিস্তানি সেনাবাহিনীর ২ টি পোস্ট ভেঙে দেয় বি এস এফ। এদিকে জম্মু জেলায় আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারিতে অনুপ্রবেশকে প্রতিরোধ করে বিএস এফ।