32 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

২২শে এপ্রিল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন এর ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই আলোচনা শিবিরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে পঞ্চায়েত দফতরে বিভিন্ন কর্মচারিরা উপস্থিত হয়েছিলেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন এই আলোচনা শিবিরে।

শিবিরে উপস্থিত প্রত্যেক বক্তায় তাদের বক্তব্যে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন,পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত দফতরের অধীন সরকারি কর্মচারিদের প্রত্যক্ষভাবে যোগদানের আবেদন রাখা হয়। তৃণমূল সরকারের নেতৃত্বে যে সরকার চলছে এবং তার জন্য সরকারি কর্মচারিরা যে সুবিধা পাচ্ছে তা এই সরকার থাকলেই সম্ভব। নিজেদের গনতান্ত্রিক অধিকার সরকারি কর্মীদের নির্দিষ্টাভাবে প্রয়োগ করার জন্য আহ্বান রাখা হয়। এদিন উপস্থিত বক্তারা পঞ্চায়েত নির্বাচনে সরকারি কর্মচারিরা বিশেষত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত দফতরে কর্মরত তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

এদিনের এই আলোচনা শিবিরে ঝড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা বলেন, "ফেডারেশনের সদস্যরা এক এক জন পিলার। তারা সবাই উদ্যোগ নিয়ে দলকে জিতিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে উপহার দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে শান্তী এবং উন্নয়ন হয়েছে তাকে ধরে রাখতে ফেডারেশনের সদস্যদের এগিয়ে আসতে হবে।"

ঝাড়গ্রাম জেলা সরকারি কর্মচারি ফেডারেশনের জেলার যুগ্ম আহ্বায়ক পিযুস কান্তী রাউৎ এবং দীপক মাহাতো বলেন, "ফেডারেশনের অন্তর্গত বিশষত পঞ্চায়েত দফতরে কর্মরতদের নিয়ে একটি আলোচনা সভা হয়। দলের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষে এদিনের আলোচনা শিবির ছিল। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।"

এদিনের আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য অনগ্রসর শ্রেনী কল্যান দফতরের মন্ত্রী চূড়ামনি মাহাতো, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অজিত মাইতি, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, ঝাড়গ্রাম পুর সভার চেয়ারম্যান দূর্গেশ মল্লদেব, জেলা নেতা প্রসুন ষড়ঙ্গী, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশেনের ঝাড়গ্রাম জেলা কমিটির যুগ্ম আব্হায়ক পিযুস কান্তী রাউৎ, দীপক মাহাতো সহ প্রমুখ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles