29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন ইমারতি দ্রব্যের ১ ব্যবসায়ী

অরিন্দম রায় চৌধুরী, বেঙ্গল টুডেঃ

২১শে এপ্রিল সকালে সোদপুরের এইচ সি দত্ত রোডের বারো মন্দির ঘাট এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। মৃতের নাম সঞ্জয় সিং (৩৫)।

সুত্রের খবর, প্রত্যেক দিনের মতো এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ব্যবসায়ী সঞ্জয় সিং। মূলত সোদপুরের এইচ সি দত্ত রোডের বারো মন্দির ঘাটের কাছে অটো স্ট্যান্ড লাগোয়া রাস্তার উপরেই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোতেই তাঁর পিছু নেয় বাইক করে আসা ৩ দুষ্কৃতী । বুঝতে পেরে সঞ্জয় বাবু পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি । মুহূর্তের মধ্যেই ঐ দুষ্কৃতীরা রাস্তায় ঘিরে ফেলে তাঁকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি করে বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর দরুন সঞ্জয় বাবুর মাথায় ,বুকে ,পিঠে ও হাতের বাহুতে গুলি লাগে। তবে সঞ্জয় বাবুর সাথে রাজু নামে একটি ছেলে ছিল সে ঐ দুষ্কৃতিদের দেখেই পালিয়ে যায় বলেও জানা যায়। এরপর স্থানীয়রাই খড়দা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঞ্জয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য সাত সকালে এইভাবে প্রকাশ্যে ব্যবসায়ী খুন হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ব্যক্তিগত কোনও কারণ না ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন, তা খুটিয়ে দেখছেন খড়দহ থানার পুলিশ। 

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles