35 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

এটিএম-এ নোটের আকাল মেটাতে নতুন পদক্ষেপ কেন্দ্রের

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

নোট বাতিলের পর সম্প্রতি ফের দেশ জুড়ে নোটের আকাল শুরু। তবে এবার এটিএমেই বিলুপ্ত নোট। এর জেরে ১৭ই এপ্রিল অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, বাজারে ৫০০ টাকার নোটের সংখ্যা বাড়িয়ে সমস্যা সমাধান করা হবে।

উল্লেখ্য, ১৭ই এপ্রিল থেকে দেশের অন্তত ১০ টি রাজ্যে এটিএম-এ নোটের হাহাকার শুরু হয়ে ‌যায়। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট সহ একাধিক রাজ্যে এটিএমের সামনে বিরাট লাইন পড়ে ‌যায়। বহু জায়গায় এটিএম-এ নো ক্যাশ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

এক্ষেত্রে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, নোটের এই সংকট সাময়িক। দেশের কয়েকটি রাজ্যে হঠাৎ টাকার জোগান বেড়ে ‌যাওয়ায় অন্যান্য রাজগুলিতে তার প্রভাব পড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে ‌যাবে। এরপর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়, বর্তমানে রোজ ‌যে সংখ্যক ৫০০ টাকার নোট ছাপানো হয় তার ৫ গুণ বেশি নোট ছাপা হবে।

অর্থমন্ত্রকের সচিব, এ সি গর্গ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ২ দিনের মধ্যে রোজ ২৫০০ কোটি ৫০০ টাকার নোট ছাপানো হবে।’

অপরদিকে, কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে টাকার এই আকালের পেছনে রয়েছে বড় নোট জমা করার প্রবণতা। মনে করা হচ্ছে কালো টাকার মালিকরা বড় নোটে তাদের টাকা জমা করছে। ফলে এই সংকট তৈরি হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles