Tuesday, March 28, 2023
spot_img

আমেরিকার ফ্লোরিডায় আছরে পরতে চলেছে সবচেয়ে শক্তিশালী ঘূর্নিঝড় “ইরমা”

ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ

বেশ কিছু দিন আগেই ঘটে যাওয়া হার্ভের ধ্বংসলীলার রেষ এখনো কাটিয়ে উঠতে পারেনি আমেরিকা আর তার মধ্যেই আবার এক শক্তিশালী ঘূর্নিঝড় “ইরমা”। তবে এই বারের ঘূর্নিঝড়টি আটলান্টিক মহাসাগরের উপর সৃষ্ট সব থেকে বেশি শক্তিশালী বলে জানান মার্কিন আবহাওয়া দফতর।

আন্তর্জাতিক স্পেস স্টেশন মহাকাশচারীদের কথা অনুযায়ী, এই ঘূর্নঝড়টি এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে দেখা যাচ্ছে। এবং এটিকে তারা ভয়ংকর সুন্দর বলেই বর্ননা করচ্ছেন। কারন সচরাচর এত বিপুল ক্ষমতাশালী ঘূর্নিঝড় দেখা যায় না।

তারা আরও জানান, বিগত ২৪ ঘন্টা ধরে এই ঘূর্নিঝড়টি প্রায় ১৮৫ মাইল বা ৩০০ কিমি প্রতি ঘণ্টার গতিতে ছুটছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শনিবার রাতে ও রবিবার সকালেই ফ্লোরিডার উপর আচরে পরতে পারে। আর যদি এটা হয় তাহলে ফ্লোরিডা একেবারে ধ্বংস হয়ে যাবে।

ঘটনা সুত্রে জানা যায়, ইতিমধ্যে ৫ লক্ষ মানুষকে দক্ষিন ফ্লোরিডা ছাড়তে এবং সাধারন মানুষকে সাবধানে ও নিরাপদে থাকতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে বায়ুসেনা ও মার্কিন সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে জানান, “আমেরিকায় প্রচুর দক্ষ ও সাহসী মানুষ রয়েছে যারা এই বিপদের মোকাবিলার জন্য একদম প্রস্তুত”।
বর্তমানে এই ঘটনার জেরে আশঙ্কায় রয়েছে মার্কিন মুলুক।

Related Articles

Stay Connected

0FansLike
3,750FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles