28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি রাশিয়ার

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কড়ায় গন্ডায় মিটিয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল রাশিয়া। ১৩ই এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যানটনভো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে জানিয়েছেন, হাতে নাতে ফল না দেওয়া পর্যন্ত রাশিয়ার যুদ্ধ জারি থাকবে।

এই হামলায় কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে নয় ব্রিটেন, ফ্রান্সকেও নিশানা করেছে রাশিয়া। অ্যানটনভোরের কথায়, "যুদ্ধ হলে দায়ী থাকবে ওয়াশিংটন, লন্ডন, প্যারিস। রাশিয়ার প্রেসিডেন্টকে অপমান করার মাসুল গুনতে হবে তাদের।"

এমনকি সিরিয়ায় রাসায়নিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধবংস করতে ১৩ই এপ্রিল রাতে থেকে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার অল-আসাদের রাসায়নিক অস্ত্রভাণ্ডার সম্পূর্ণ ভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এক্ষেত্রে রাশিয়ার অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স একযোগে সিরিয়ায় হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সিরিয়ার গৌতায় রাসায়নিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধকরণের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালো ওয়াশিংটন। সিরিয়ার টারটাস, হেমেমিম-এ রুশ সামরিক ঘাঁটি ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ তোলে রাশিয়া।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে সিরিয়ায় রাজধানী দামাস্কাস লাগোয়া গৌতা শহরে রাসায়নিক হামলায় মৃত্যু হয় কমপক্ষে ১০০ জনের। এই ঘটনায় বাশার অল-আসাদ সরকার এবং তার সঙ্গী রাশিয়াকে তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles