20 C
Kolkata
Sunday, December 10, 2023
spot_img

শুভেন্দুর হাত ধরেই এসেছিলেন TMC-তে, সেই মৌসম গরহাজির অভিষেকের বৈঠকে!

জেপি নাড্ডার কলকাতা সফরেই কি বিজেপিতে যোগদান শুভেন্দু অধিকারীর? বিজেপি সূত্র বলছে এমনটাই। ডিসেম্বরের ৭, ৮ ও ৯ তারিখে বাংলা সফরে আসছেন নাড্ডা। সেই সফরের সূচি হঠাত্ই বদলে যায়। তখনই শুরু হয় জোর জল্পনা। এদিকে, শুভেন্দুর সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চায় তৃণমূলও। বিজেপি সূত্রের খবর, অমিত শাহ নন, বরং বিজেপি সভাপতি নাড্ডার হাত ধরেই বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু। সূত্রের খবর, শহিদ মিনারের জনসভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন শুভেন্দু। তবে পুলিস সূত্রে খবর, শহিদ মিনারের সমাবেশের অনুমতি চেয়ে কোনও আবেদন এখনও জমা পড়েনি। তবে সূত্র বলছে, বিজেপি খুবই আশাবাদী একুশের নির্বাচনের আগে শুভেন্দু দলে আসছেনই। অন্যদিকে, এখনই শুভেন্দুকে নিয়ে হাল ছাড়তে নারাজ তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় জানিয়েছেন,’শুভেন্দু ভাল নেতা। তাঁর সঙ্গে আলোচনা করবে দল। আলোচনার সব রাস্তাই প্রশস্ত থাকবে’। সূত্র জানাচ্ছে, শুভেন্দুও দলের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাঁর বক্তব্য সরাসরি জানাতে চান দলের সুপ্রিমোকে। সূত্রের খবর, এই আলোচনার জন্য দ্রুত উদ্যোগ নিচ্ছে তৃণমূল।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles