Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শহর শিলিগুড়ির ঘোঘোমালি নেতাজি কলোনীর বাসিন্দা বছর উনিশের পঙ্কজ রায়, সাম্প্রতিক মহালয়ার দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। তাঁরই আত্মার চিরশান্তি কামনার জন্য বৃহস্পতিবার মহাপঞ্চমীর সকালে ঘোঘমালি নেতাজি কলোনীর ৩৭নং ওয়ার্ডের যুবকবৃন্দ স্থানীয় রক্ষাময়ী কালীবাড়ির প্রাঙ্গনে দরিদ্র নারায়ন সেবা ও দুঃস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা জানান, এদিন স্থানীয় ও বাইরের মোট ১৫০ জন দরিদ্র ও দুঃস্থদের সেবা করা হয়। স্থানীয় যুবকবৃন্দের এইরূপ কর্মসূচি গ্রহণের পক্ষে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়।
[espro-slider id=18922]