Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ বুধবার বিকেল ৪টে ৩৯ মিনিট নাগাদ শিলিগুড়ি এস এফ রোডের একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি,পুরসভার কাউন্সিলর তথা বিশিষ্ট তৃণমূল নেতা কৃষ্ণচন্দ্র পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। অল্প বয়সে তাঁর চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না।
কৃষ্ণপালের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য বলেছেন, “কৃষ্ণ পালের মৃত্যু আমাদের কাছে অপূরনীয় ক্ষতি। বিশেষ করে তিনি শুধু একটি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নয়, তিনি ছিলেন একজন সক্রিয় উদ্যোগী উদ্ভাবনী রাজনৈতিক নেতা। তাঁর সঙ্গে নীতিগত ভাবে আমার অনেক পার্থক্যই থাকতে পারে কিন্তু আমি দেখেছি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনগণের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিটি অধিবেশনেই যুক্তি সহকারে বক্তব্য রেখেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তাঁর খেলাধূলো, সাংস্কৃতিক সহ বিভিন্ন জগতের সঙ্গে যোগাযোগ ছিল। তাঁর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি এই মুহুর্তে কলকাতায় আছি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়িতে ফিরে আমি প্রথমে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবো। তাঁর শেষকৃত্যেও অংশগরহণ করবো।”