29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ও পড়ুয়াদের আন্দোলন

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে অতিথি শিক্ষক, প্রভাষক এবং খন্ডকালীন শিক্ষকেরা সমস্ত সরকারি সুযোগ বা সহায়তা পাবে এবং তারদের জীবনের ৬০ বছর অবধি চাকরিতে স্থায়ী থাকবেন। এরই বিরোধিতা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলাররা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে ধর্মঘটের ডাক দেয়। ব্যতিক্রম নয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও। অচলাবস্থার চিত্র দেখা গেল আজ দ্বিতীয়দিনেও। প্রথমে সমস্ত রিসার্চ স্কলাররা জমায়েত হয়ে বৈঠক করেন এবং সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দিয়ে সমস্ত ক্যাম্পাস বন্ধ করে দেবে। সেই চিত্রই ফুটে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। কিছু কিছু বিভাগের পঠন-পাঠনও বন্ধ থাকতে দেখা যায়।

[espro-slider id=18437]

রিসার্চ স্কলারদের মূল বক্তব্য, যদি হঠাৎ করে সরকার এই ধরণের নিয়োগ শুরু করেন বিশ্ববিদ্যালয়গুলোতে তাহলে নেট ও জেআরএফ পরীক্ষাতীর্ণ ভাবী অধ্যাপকদের সাথে কোনো পার্থক্যই আর থাকে না। তারা বৈষম্যের শিকার হবে। সেই কারণেই তাদের এই আন্দোলন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles