ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত নবগ্রাম এলাকার গৃহবধূ মৌমিতা কার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে সরব হল ৩৩ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ।

প্রসঙ্গত, গত ৪ঠা জুলাই, ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লেকটাউনে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূ মৌমিতার ঝুলন্ত দেহ। মৌমিতার পরিবারের ও স্থানীয়দের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুন করেছে এবং পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে না। এমনই বেশকিছু অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে আজ মিছিল করেন এলাকাবাসীরা।
You May Share This