28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

শুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন বাংলার মেহুলি ঘোষ

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

মেক্সিকোর গুয়াদালাহারা চলতি শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে ২২৮.৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন মেহুলি। আর সেই সঙ্গে নজির গড়ে দেশের মাথা গর্বে উঁচু করলেন বাংলার মেহুলি ঘোষ। তাঁর লড়াই শুরু হয়েছিল প্রথম ৩০ শে থাকার। কিন্তু একেবারে পদক নিয়ে দেশের মাথা উঁচু করলেন মেহুলি ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে শুটিং বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ড গড়েছিলেন। তারপর রবিবার অপ্রত্যাশিতভাবেই এল আরও বড় সুখবর। প্রথমবারের প্রয়াসেই দেশকে ব্রোঞ্জ পদক এনে তাক লাগিয়ে দিলেন মেহুলি।

মূলত বছর খানেক আগেই জুনিয়ার শুটার হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরার শিরোপা পেয়েছিলেন। তারপর ফের বিশ্ব দরবারে বাংলার মুখ উজ্জ্বল করলেন মেহুলি। সামনেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার কথা তাঁর। সেই কারণে বিশ্বকাপকেই প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছিলেন। তবে সেখানে যে এমন কীর্তি গড়বেন তিনি, তা অনুমান করতে পারেননি তাঁর কোচ জয়দীপ কর্মকারও। তবে মেহুলির পদক জেতার বিষয়ে কোচ জয়দীপ কর্মকার বলেছিলেন, "পদক জিতবে এটা আশা করা অন্যায়। এই প্রথম সিনিয়র ইভেন্টে নামবে। তাই পদক নিয়ে ভাবছি না। প্রথম ৩০ জনের মধ্যে থাকতে পারলেই হল।" কিন্তু তাঁর শিষ্যা পদক জেতায় বাক্রুদ্ধ হয়ে যান কোচ জয়দীপ কর্মকার। পাশাপাশি তিনি বলেন, মেহুলি অসাধ্যসাধন করেছে। কারন প্রথম দিনই মেহুলির দশ মিটার ইভেন্ট ছিল। তবে তার আগে প্র্যাকটিসের খুব বেশি সময়ও পায়নি সে। তা সত্ত্বেও এমন সাফল্য। কমনওয়েলথের আগে এই পদক জয় নিঃসন্দেহে অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন তিনি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles