ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ রবিবার মানেই তো ছুটির দিন, একটু দেরিতে সকাল হওয়া আর দুপুরে কব্জি ডুবিয়ে উদরের তৃপ্তপুজো। সবার মনে যখন এই রবিবারকে ঘিরে নানা স্বপ্ন আঁটি বাঁধে, সেখানেই শহরের ১৭ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার, ওয়ার্ডব্যাপী প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বর্জন, ডেঙ্গী-ম্যালেরিয়া প্রতিরোধ ও দূষণমুক্ত পরিবেশ রক্ষার স্বার্থে মশা মারার তেল এবং ব্লিচিং পাউডার ছড়ানোর মধ্যে দিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
এদিন এই কর্মসূচি পালনে নেতৃত্ব দেন রাজ্যের পর্যটনমন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়। আজ তাকে নিজের হাতে ব্লিচিং পাউডার ছড়াতে দেখা যায়, শহরের কলেজ পাড়া এলাকার অলিগলিতে।
এদিন এলাকাবাসীদের স্বতঃস্ফূর্তভাবে মন্ত্রীর সহযোগিতা করতে দেখা যায়। ভোটপরবর্তী পর্বে সবাই সাধারণের কথা এক্কেবারে ভুলেই যায়, সেখানে গৌতম বাবুর মতো মানুষকে মন্ত্রী ও প্রতিবেশী হিসেবে পেয়ে গর্বিত বোধ করি বলে জানান এলাকার এক জনৈক ব্যক্তি।