Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সোমবার শহরের ভক্তিনগর থানার পুলিশ মোটরবাইক চুরি করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল নিপানিয়া বস্তির সুজিত হ্যান্স, বেলগাছির উদয় ধূতিরাজ এবং লোহাগড়ের সিদ্ধার্থ তামাং।
এরা গত মাসে মিরিকের বাসিন্দা কৃষ্ণমদন শর্মার বাড়ি থেকে একটি মোটর বাইক চুরি করে। কৃষ্ণবাবু মিরিক থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তদের তল্লাশি চালায় এবং এদিন সূত্রের খবর পেয়ে ধৃতদের গ্রেফতার ও চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। সাথে পুলিশ আগে আরও বাইক চুরির সাথে ধৃতরা সংযুক্ত কি না সে বিষয়েও খোঁজপত্র চালাচ্ছে বলে, পুলিশ সূত্রে জানা যায়।