মিজান রহমান, ঢাকাঃ বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহা পরিচালক সাংবাদিক মো. শাহ আলমগীর আর নেই। ২৮শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রসঙ্গত, গত ২১শে ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। পরদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Thank you for reading this post, don't forget to subscribe!