24 C
Kolkata
Monday, March 25, 2024
spot_img

বাংলাদেশে এলো বসন্ত দ্বারে দ্বারে

 

মিজান রহমান, ঢাকাঃ ১৩ই ফেব্রুয়ারি বুধবার ছিল পয়লা ফাল্গুন। শীতের আমেজ কাটিয়ে বসন্ত এলো প্রকৃতির দ্বারে দ্বারে। বসন্তের প্রথম দিনটিকে আরও উপভোগ্য করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে নানা কর্মসূচি। এদিন সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ঢাকা শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় সকাল ৯টায় বসন্ত উৎসবের আয়োজন শুরু হবে। প্রাণে প্রাণে মেলানোর আকুতি নিয়ে ‘বিবর্ণ প্রাণে এসো বসন্ত আবার’ স্লোগানে প্রতি বছরের মতো এবারও সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ বসন্তকে স্বাগত জানাতে এ উৎসবের আয়োজন করেছে।

প্রকৃতি তার অসীম ক্ষমতা দিয়ে সব জড়তাকে দূর করে, সব হতাশার পাথর সরিয়ে নতুন প্রাণের সঞ্চার করে। সমগীত চায় এ প্রাণ ছড়িয়ে পড়ুক সর্বত্র, হাতে হাত রেখে গলা ছেড়ে গেয়ে উঠুক সবাই বাঁধভাঙা প্রাণের গান। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব মানুষ বসন্ত উন্মাদনায় আজকে মেতে উঠবে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্তবরণে চলবে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্ত হাতে, আর বসন্ত আসবে ফুলের ডালা সাজিয়ে।

বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা। বসন্ত সামনে রেখে গ্রামবাংলায় মেলা, সার্কাস সহ নানা বাঙালি আয়োজনের সমারোহ থাকবে। ভালোবাসার মানুষ মন রাঙাবে বাসন্তী রঙেই। শীতের সঙ্গে তুলনা করে চলে বসন্তকালের পিঠা উৎসবও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এবারের বসন্ত উৎসবে গান গাইবেন শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি, সায়ান। এছাড়া গানের দল লীলা, সহজিয়া, পথের দল, আরমিন মুসার কয়ার গ্রুপ ঘাস ফড়িং উৎসবে অংশ নেবে। সব শেষে থাকবে সমগীত গানের দলের পরিবেশনা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles