Thank you for reading this post, don't forget to subscribe!
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন কর্মসূচি ঘিরে উত্তেজনা। সোমবার দুপুরে বি এন আর মোড় থেকে কংগ্রেসের নেতৃত্বে কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের অফিসে আসার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায়। এরপর ব্যারিকেড ঠেলে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় সকল আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে। যদিও কিছুক্ষন পরেই গ্রেফতার করা সকলকেই জামিনে মুক্ত করে দেওয়া হয়।