28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বানীপুর লোক উৎসবের আগে, হাবড়া পৌর উৎসবে মেতে উঠেছে গোটা হাবড়াবাসী

 

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ এক দিন বাদেই বানীপুর লোক উৎসব। আর তার আগেই, হাবড়া পৌর উৎসবের বাড়তি স্বাদ নিতে ব্যস্ত গোটা হাবড়াবাসী।হাবড়া পোষ্ট অফিস রোডের এ্যাথলেটিক ক্লাবের মাঠে হাবড়া পৌর উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই মেলা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে
খাদ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন এস.পি- সি.সুধাকর,এডিশনাল এস.পি - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ডি.এস.পি হেডকোয়াটার - শুভাশীষ চৌধুরী ,হাবড়া থানার আই.সি গৌতম মিত্র, হাবড়ার প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস,এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়ার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট গুণীজনেরা।

[espro-slider id=17097]

এদিন বেলা বারার সাথে সাথে আট থেকে আশি সব বয়সের মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এই মেলা প্রাঙ্গনে। ছোট বড় সকলের জন্য রয়েছে
পুষ্প প্রদর্শনী সহ সব্জী , ফল , চিত্রকলা প্রভৃতির পাশাপাশি হাবড়া পৌর এলাকার স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরি নানা উপকরণ এবং ভিন্ন ভিন্ন স্বাদের নানান খাবারের দোকান। রয়েছে সেলফি প্রেমীদের জন্য সেলফি জোন।

গত মাসের ৩০শে ডিসেম্বর শিশু উৎসবের মধ্য দিয়ে শুরু হয় হাবড়া পৌরউৎসব। ছয়টি ধাপের এই অনুষ্ঠানের এদিন শেষ এবং মূল পর্বের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী সাতদিন ধরে চলবে
এই অনুষ্ঠান।এই ধরণের অনুষ্ঠানে শুধু হাবড়া বাসি নয়, খুশি সব মহলের মানুষ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles