30 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

২০০৭ সালে আটক চার জঙ্গির মধ্যে ১ জনের ফাঁসির রায় দিল বিচারক

 

জয় চক্রবর্তী, বনগাঁঃ ১৫ই ডিসেম্বর শনিবার বনগাঁ মহকুমা আদালতের বিচারক বিনয় কুমার পাঠকের বিচারাধীনে শেখ নাঈম ওরফে সেখ সামিরকে অপরাধী ঘোষনা করেন এবং ফাঁসির সাজা দিল বিচারক।

সরকারি আইনজীবী সমীর দাস বলেন, "ওই মামলায় আগেই তিন জনের ফাঁসির নির্দেশ দিয়েছিলেন বিচারক৷"

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, "২০০৭ সালের এপ্রিল মাসে পেট্রাপোল সীমান্তে একটি ফাঁকা বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চারজন ধরা পরে বিএসএফ এর কাছে। সেক সামীর ছাড়াও বাকি তিন জনের নাম মোহাম্মদ ইউনূস, শেখ আব্দুল্লাহ ও মুজাফফর আহমেদ রাঠোর৷ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অস্ত্র মজুত, অপরাধমূলক ষড়যন্ত্র সহ কয়েকটি মামলা রুজু করেছিল সিআইডি। গত বছর ওই মামলায় বিচারক সামির ছাড়া বাকি তিনজন ধৃতকে ফাঁসির নির্দেশ দিয়েছিল। এরপর আজ পুণরায় এই মামলার সম্পূর্ণ বিচারের পর সামিরের ফাঁসি হল"।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles