29 C
Kolkata
Thursday, July 25, 2024
spot_img

খেলাই মেলালো দুই বাংলার প্রবীণদের

 

শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ দুই বাংলার মাঝে যতোই বেড়াজাল থাকুক। উৎসাহ উদ্দিপনায় কোথাও খামতি নেই। খেলায় মেলালো দুই বাংলার অতীতের প্রবীন খেলোয়ারদের। কারও বয়স পয়ত্রিশ কেউবা নব্বই। প্রত্যেকেরই একটাই পরিচয় তারা এ্যাথলিট। এরকমই ৫৫০জন প্রতিযোগি নিয়ে অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজক বেঙ্গল মাস্টাস্ এ্যাথলেটিক এ্যাসোসিয়েশন।

গত বছর ব্যারাকপুরের ইছাপুরে প্রথম বছরের খেলা হয়। এবার এই প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পড়ল। বাংলাদেশ থেকে ৩৫জনের একটি এ্যাথলিট দল ছাড়াও ছত্রিশগড় থেকেও রয়েছেন ১০জন প্রতিযোগী। পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়ারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। ৫৫০জন প্রতিযোগির মধ্যে মহিলা বিভাগের প্রতিযোগীর সংখ্যা ছিল ২০০ জন। মোট ২২৭টি বিভাগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল দেওয়া হয়। খেলায় অংশগ্রহন করতে পেরে খুসি ওপার বাংলার খেলোয়ারেরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles