ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
২৫ শে ফেব্রুয়ারি বাঁকুড়ার ইন্দপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। বর্তমানে নির্যাতিতা নাবালিকা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন নাবালিকা গ্রামের টিউবওয়েলে জল আনতে যায়। অভিযোগ, সেইসময় গ্রামেরই এক কিশোর ওই নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে পাড়ার একটি মন্দিরের পিছনে নিয়ে যায়। তারপর সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি এই ঘটনার কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। অভিযুক্ত ওই কিশোর ক্লাস টেনের ছাত্র। আর নির্যাতিতা নাবালিকা ইন্দপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের ক্লাস ফাইভের ছাত্রী।
২৫ শে ফেব্রুয়ারি সন্ধ্যেবেলায় নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নাবালিকার পরিবারের দাবি, প্রথমে ভয়ে ঘটনার কথা না বললেও পরে ঘটনার কথা স্বীকার করে নাবালিকা।
এক্ষেত্রে বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন,”ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”