শান্তনু বিশ্বাস, দেগঙ্গা:
২৬ শে ফেব্রুয়ারি দেগঙ্গা বাদুড়িয়া রোডের কাইকে মোড় এলাকায় ইয়াজপুর এলাকায় ইট বোঝাই লড়ির সাথে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন শিশু সহ ৫।
সুত্রের খবর, ঘটনার দিন বাদুড়িয়া রোডের কাইকে মোড় এলাকায় ইয়াজপুর এলাকায় ইট বোঝাই লড়ির সাথে মারুতি ভ্যানের মুখোমুখি ধাক্কায় আহত হয় ১ জন শিশু সহ ৮ জন। এরপর স্থানীয়রা আহতদের স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষনা করেন।
এছাড়া আরও জানা যায়, মৃতদের বাড়ি বাদুড়িয়া থানার অন্তর্গত শিমুলিয়া এলাকায়। মূলত এদিন সকলে হাড়োয়া মাজমপুর মেলায় যাচ্ছিল। আর সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
You May Share This