ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ দীর্ঘ রোগ ভোগের পর ৩০শে নভেম্বর প্রয়াত হলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। সিনিয়র বুশের মৃত্যুর কথা জানান তার ছেলে ও সাবেন প্রসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
পারিবারিক সুত্রে খবর, সিনিয়র বুশ ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং রিপাবলিকান দলে যোগ দেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আগে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অধীনে দু’দফায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯২ সালের নির্বাচনে বুশকে পরাজিত করে ক্ষমতায় আসেন বিল ক্লিনটন। তবে, ২০০১ সালে তাঁর সন্তান জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩-তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
উল্লেখ্য, সিনিয়র বুশ ১৯৯০ সালে আমেরিকার ৪ লাখেরও বেশি সেনা নিয়ে আন্তর্জাতিক জোট গঠন ও উপসাগরীয় যুদ্ধের নামে ইরাকে আগ্রাসন চালান। তার আগে মার্কিন মদদপুষ্ট ইরাকের তৎকালীন স্বৈরশাসক ও সাদ্দাম হোসেন কুয়েত দখল করেন। মার্কিন সমর্থনে কুয়েত দখল করলেও পরে সাদ্দামের বিরুদ্ধে অবস্থান নেন বুশ।