ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৬ শে জানুয়ারি ২০১৮-য় দেশজুড়ে পালিত হচ্ছে ৬৯তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে চলে বর্ণাঢ্য অনুষ্ঠান ও কুচকাওয়াজ। অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সহ বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান তাঁরা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত আসিয়ানভূক্ত দেশের ১০ রাষ্ট্রনেতা। অর্থাৎ মায়ানমারের কাউন্সেলর আং সাং সু কি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডুডু, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং, মালেশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজ্জাক, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যাং-ও-চা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতেরতে, কাম্পুচিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, লাওসের প্রধানমন্ত্রী থংলং শিশোলিথ, ব্রুনেইয়ের সুলতান হাসান আল বোলকিয়া। এদিনের অনুষ্ঠান থেকে ব্রাম্ভোস মিসাইল প্রদর্শন করবেন সেনারা। এছাড়াও ভারতীয় সেনার বিভিন্ন অস্ত্র দিয়ে ভারতের শক্তি প্রদর্শন করা হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।