34 C
Kolkata
Monday, May 13, 2024
spot_img

বাদুড়িয়ায় চাঁদার জুলুমে যানজট

 

অর্ণব মৈত্র,বাদুড়িয়াঃ সম্প্রতি বেশ কিছুদিন ধরে বসিরহাট ইছামতি সেতুর একাংশে পিলারে চিড় ধরা পড়ার পর থেকে ঘোজাডাঙ্গা সীমান্তের পণ্যবাহী ট্রাকগুলিকে ঘুরপথে পৌঁছাতে হচ্ছে সীমান্তে। বর্তমানে তেতুলিয়া ব্রিজ হয়ে বাদুড়িয়ার উপর দিয়ে এসে কাটিহাট থেকে সীমান্তের পথ ধরতে হচ্ছে ট্রাক গুলিকে। আর সেই সুযোগে সীমান্ত গামী ট্রাক থেকে কালীপূজো উপলক্ষে চাঁদা আদায় করতে মরিয়া তেঁতুলিয়া থেকে সীমান্ত পর্যন্ত পুজোর উদ্যোক্তারা।

স্থানীয় সুত্রে জানা যায়, ৩রা নভেম্বর শনিবার সকালে কাটিহাট থেকে সীমান্ত রোডের সফিরাবাদ এলাকায় গাড়ি থামিয়ে চাঁদা তুলছিলেন একটি পুজো কমিটি। সে সময় ওই পুজো উদ্যোক্তাদের অগ্রাহ্য করে চলে যেতে যায় একটি পেঁয়াজ বোঝাই সীমান্ত গামী পণ্যবাহী লরি। আর সেই আক্রোশে ওই লরিটিকে ইট দিয়ে কাঁচ ভেঙে দেয় পুজো উদ্যোক্তারা। ইটের আঘাতে অল্পবিস্তর জখম হন গাড়ির চালকও। সে সময় আক্রান্ত লরির চালক রাস্তার উপরে লরি দাঁড় করিয়ে দেন।

লরি চালকদের উপরে চাঁদার জুলুম এর বিষয় উল্লেখ করে কৃষ্ণ দাস নামে এক খালাসী জানান, "দুর্গা পুজোর আগে থেকেই সীমান্ত গামী রাস্তায় এসে চাঁদার জুলুমের শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের। পুজো উদ্যোক্তাদের দাবি মত অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় পুজো উদ্যোক্তাদের হাতে নিগ্রহ হতে হচ্ছে লরি চালকদের।
আর তাই এদিন চাঁদার জুলুম এর প্রতিবাদ করে রাস্তার উপর লরি দাড় করিয়ে দেওয়া হয়। যার দরুন বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় সীমান্তগামি রাস্তায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাদুড়িয়ার কাটিয়াহাট ফাঁড়ির পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই পুনরায় সচল হয় সীমান্ত গামী রাস্তার গাড়ি চলাচল।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles