অর্ণব মৈত্র, রাজারহাটঃ রোজভ্যালি তদন্তে কলকাতা সহ উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সেক্টর ফাইভ, মেট্রোপলিটন, বারাসাত ও হাওড়ায় বেশ কয়েক জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকরা। ৩রা নভেম্বর রোজভ্যালির বেশ কিছু অফিসে তল্লাশি চালান তারা। ওই সব অফিসের আয়-ব্যয়ের হিসাবও জানতে চায় তারা। এদিন প্রত্যেকটি দলে চার থেকে ছয় জন করে তদন্তকারী অফিসার এই সকল অফিসে তল্লাশি চালান।
[espro-slider id=13818]
সিবিআই-র পর চিটফান্ডের তদন্তে ঝাঁঝ বাড়ালো ইডি। শহরের বিভিন্ন এলাকায় থাকা রোজভ্যালির বিভিন্ন সম্পত্তি এবং অফিসগুলির দিকেই নজর তাদের। ইতিমধ্যেই রোজভ্যালির বেশ কিছু সম্পত্তি উদ্ধার করেছে ইডি। বেশ কিছুদিন বিরতির পর এবার সংস্থার অফিসগুলিতে তল্লাশি শুরু করল তারা।
তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হঠাৎ সক্রিয়তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে রাজ্যের শাসকদল। বিভিন্ন সভামঞ্চে তৃণমূলের নেতা-নেত্রীরা বলছেন, লোকসভা নির্বাচনের কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।