33 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

সিরিয়ায় চারটি এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

২৩শে জানুয়ারি সিরিয়ায় ৪ টি অত্যাধুনিক এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া। মূলত এদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিও থেকে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ২ টি ইউনিট লাতাকিয়ার রুশ বিমানঘাঁটি হেমেইমিমে এবং ২ টি ইউনিট তারতুসের নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এস-৪০০ হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটির সাহায্যে আকাশে শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা যায়। পাশাপাশি এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

হেমেইমিম হচ্ছে সিরিয়ায় রাশিয়ার স্থায়ী বিমান ঘাঁটি। ২০১৬ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া সেখানে ৪৯ বছর বিমান ঘাঁটি রাখতে পারবে। এমনকি এরপর প্রয়োজনে এর মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো যাবে।

রাশিয়া সিরিয়ার অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া রাশিয়ার স্থলবাহিনীও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles