ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রায় ৪৮ মধ্যেই মালদা মেডিক্যাল কলেজে দেখতে পাওয়া গেল সাফাইয়ের কাজ। মূলত মালদা সফরে গিয়ে মেডিক্যাল কলেজে কুশমণ্ডির নির্যাতিতাকে দেখতে যান মুখ্যমন্ত্রী। আর তখনই মুখ্যমন্ত্রীর নজরে পরে মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্ন অবস্থা।
এরপরই প্রশাসনিক বৈঠকে হাসপাতালের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি নির্দেশ দেন, ‘দু’বেলা হাসপাতালের ভিতরে ও বাইরে পরিষ্কার করতে হবে’।
উল্লেখ্য মুখ্যমন্ত্রীর সেই নির্দেশেই তৎপর হন জেলা প্রশাসন এবং ২২শে ফেব্রুয়ারি সকালে জেলা শাসকের নেতৃত্বে ইংরেজবাজার পুরসভার সাফাই কর্মীদের ঝাড়ু হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করতে দেখা যায়।