28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

গাড়ির মাসিক কিস্তির টাকা শোধ করতে না পারায় পরিকল্পনা মাফিক ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেফতার দুই অভিযুক্ত ভাই

 

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ গত ৩১শে আগষ্ট, শুক্রবার নগরথুবা কাটাপাড়া এলাকার বাসিন্দা ও সম্পর্কে দুই ভাই বাপি মণ্ডল (১৭) ও শুভ মন্ডল (১৮) মোটরবাইকের মাসিক কিস্তি দিনের পর দিন শোধ না করতে পারায় দক্ষিণ হাবরা এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরীকে (৩২) হাবড়া থানার অন্তরগর্ত উঁচু আমতলা রামকৃষ্ণ রোড এলাকায় মাথায় আঘাত করে টাকা পয়সা লুট করে নেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার বড় বাজার থেকে কর্মচারীদের টাকা পেমেন্ট করার জন্য ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ বাব্য, সেই সময় একটা মোটর বাইকে চেপে ৪ জন দুষ্কৃতী আচমকা বিশ্বজিৎ বাবুর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে মাথায় ও মুখে। গাড়ি নিয়ে ছিটকে পড়েন বিশ্বজিৎ বাবু, আর সেই সুযোগে দুষ্কৃতীরা তার ব্যাগ ছিনতাই করে পালায়। চিৎকা করে স্থানীয় বাসিন্দাদের ডাকলে, তারা ছুটে এসে বিশ্বজিৎ বাবুকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওযায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় টাকে। পরিবারের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতী দের শনাক্ত করেন পুলিশ। নগরথুবা থেকে বাপি মণ্ডল ও শুভ মন্ডল নামে দুই ভাই কে গ্রেফতার করে। পুলিশি জেরায় দুই ভাই তাদের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫ হাজার টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পত্র। আর কে কে যুক্ত আছে এই ঘটনায় তা তদন্ত করে দেখছে হাবড়া থানার পুলিশ। ২রা সেপ্টেম্বর, তাদের বারাসাত আদালতে পাঠানো হয় এবং ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles