28 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের শেষ বিদায়

মিজান রহমান, ঢাকাঃ প্রথিতযশা সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় প্রেসক্লাবে নিয়ে আশা হয়েছে। ১৬ই আগস্ট, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়। প্রেসক্লাবে প্রথমেই রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে একাত্তরের রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সম্পাদক পরিষদের পক্ষ থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিএনপির পক্ষে একটি প্রতিনিধিদলও গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এদিকে প্রেসক্লাব চত্বরে গোলাম সারওয়ারের চতুর্থ জানাজা সম্পন্ন হয়েছে। এছাড়া সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আসরের নামাজের পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন তিনি। এর আগে, বেলা পৌনে ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া সকাল ৮ টায় গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে আশা হয় তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৯শে জুলাই অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী সম্পাদক গোলাম সারওয়ার। অবস্থার অবনতি ঘটলে গত ৩রা আগস্ট সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হয়। গত ১৩ই আগস্ট, সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার।

Thank you for reading this post, don't forget to subscribe!

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles