Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিস্বাস, বারাসাতঃ বারাসাতের মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলের একাদশ শ্রেনীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু কে ঘিরে ছরিয়ে পড়ে এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিষয় মুখ খুলতে নারাজ মাটিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র বিনায়কের সাথে প্রায় ৩০ জন ছাত্র বসিরহাটের মালতিপুর গ্রামে আসে। ৩০শে জুলাই, সোমবার দুপুর দেড়টা নাগাদ মালতিপুর গ্রামের একটি ইঁট ভাটায় যায় ওই ছাত্রের দল এবং ৪ জন আলাদা দলে ভাগ হয়ে যায়। তারপরই হঠাৎ বিনায়কের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখে বিনায়ক জলে হাবুডুবু খাচ্ছে। তাকে তাড়িঘড়ি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। অপর দিকে প্রতিবেশীরা ৩০ জন ছাত্রদের একটি ঘরে আতক করে রাখে। এবং পুলিশ পৌঁছালে তাদের হাতে তুলে দেয় ছাত্রদের। তবে কি কারনে তারা মধ্যমগ্রাম থেকে এই জায়গায় এসেছিলো? কেনোই বা ওই চার জন আলাদা দলে ভাগ হয়েছিলো? এই ব্যাপরে ছাত্রদের সাথে কথা বলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়েছে। এখন দেখার বিষয়, কতদিনে এই রহস্য জনক মৃত্যুর পর্দা ফাঁস করতে পারে পুলিশ!