40 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো একদল সমাজসেবী

 

জয় চক্রবর্তী, বনগাঁঃ ২৮শে জুলাই, শনিবার বনগাঁ মহকুমা শাসকের "আরণ্যক" হলে অনুষ্ঠিত হলো দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী এবং টিউশন বাবদ নগদ অর্থ প্রদান করার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বনগাঁ মহকুমা শহর জেলা এবং অন্যান্য জেলার মোট ২২ জন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উত্তীর্ণ ও মেধাবী পড়ুয়াদের সাহায্য করা হয়। মূলত কলকাতার সমাজসেবীদের উদ্যোগেই এই অনুষ্ঠান গত ৭ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। বনগাঁর নির্ভর ফাউন্ডেশনের উদ্যোক্তাদের পক্ষ থেকে দেবাশীষ গোস্বামী জানান, কলকাতার এক অবসরপ্রাপ্ত সরকারি কেন্দ্রীয় সরকারি আধিকারিক এর উদ্যোগে আমরা এই অনুষ্ঠান করে আসছি, আমরা সারা বছরই অভাবী মেধাবী পড়ুয়াদের খবর পেলে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই আমাদের মাধ্যমে কয়েক শো ছেলে মেয়ে উপকৃত হয়েছে, সেই ন্যায় এ বছরও আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles