জয় চক্রবর্তী, গাইঘাটাঃ গাইঘাটা থানা এলাকার থানার কাছে যশোর রোডের উপর একটি মোটা গাছের ডাল ভেঙে পড়ে, প্রায় এক ঘন্টা রাস্তা বন্ধ হয়ে যায়৷ ক্ষতিগ্রস্থ হয় চারটি দাড়িয়ে থাকা গাড়ি৷ অল্পের জন্য রক্ষা পায় পথচারীরা। এলাকার মানুষের তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করে রাস্তা সচল করা হয়। ঘটনাটি ঘটে বেলা ২৪শে জুলাই, সোমবার সকাল ১১টা নাগাদ। এলাকার মানুষ ক্ষোভ উগরে দিয়ে কটাক্ষ করে বৃক্ষপ্রেমীদের। তারা সাংবাদিকদের সামনে বিক্ষোভ দেখিয়ে দ্রুত মরাগাছ কাটার দাবী জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!