বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে তিন মন্ত্রণালয় সেরা স্থান অধিকার করেছে। এর মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রথম স্থান অধিকার করেছে। অর্জিত নম্বর ৯৯.০। দ্বিতীয় স্থান লাভ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। অর্জিত নম্বর ৯৮.৫। তৃতীয় স্থান লাভ করেছে কৃষি মন্ত্রণালয়। নম্বর ৯৭.৭৭।
মোট মন্ত্রণালয়ের মধ্যে ৪৭টি মন্ত্রণালয় ৮০ নম্বরের ওপরে অর্জন করেছে। আর ৮০ নম্বরের নিচে রয়েছে দুটি মন্ত্রণালয়। তবে আর্থিক কর্মসম্পাদান চুক্তি প্রণয়ন ও বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের গড় অর্জন ৯৯.৪০। ৩রা জুলাই, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও উন্নয়ন) এন এম জিয়াউল আলম এই তথ্য গুলি জানান। তিনি বলেন, “আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেরা তিন মন্ত্রণালয়কে পুরস্কার দেবেন”।