32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

এটিএম জালিয়াতি ঘটনায় তৎপর হাবড়া পুলিশ

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ দেশ তথা রাজ্য জুড়ে এটিএম জালিয়াতির জ্বরে ভুগছে কোটি কোটি এটিএম গ্রাহকরা। উন্নত প্রযুক্তি কে হার মানিয়ে দুস্কৃতিরা আরও উন্নত প্রযুতি কে কাজে লাগিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা তুলে নিচ্ছে সহজেই। এটিএম এর কিবোর্ডের উপরে ছোট্ট গোপন ক্যামেরা লাগিএ ও কার্ড প্রবেশের জায়গায় বিশেষ এক ধরনের যন্ত্র লাগিয়ে খুব সহজেই এটিএম এর জাবতীয় তথ্য হাতিয়ে নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। তারপর সহজেই একাউন্ট থেকে লক্ষ্য লক্ষ্য টাকা তুলে নিচ্ছে। এমন কি এই জালিয়াতির শ্বীকার হতে হয়েছে ব্যাঙ্ক কর্মীদেরও। মূলত যে সব এটিএম কাউণ্টার রক্ষী বিহীন ছিলো বা থাকে, সেই সব কাউন্টার থেকেই এই জালিয়াতির ঘটনা ঘটেছে। রাজ্য জুড়ে এই ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসলো হাবড়া থানার পুলিশ।

শনিবার হাবড়া থানার পুলিশ হাবড়া শহরের বিভিন্ন এটিএম কাউণ্টার গুলো ঘুরে দেখেন। হাবড়ায় মোট ২৬ টি এটিএম কাউণ্টারে গিয়ে গিয়ে ভালো করে ক্ষতিয়ে দেখেন। ২৯ টি কাউণ্টারের মধ্যে মাত্র ৫ টি কাউণ্টারে নিরাপত্তা দেখতে পায় পুলিশ। যে সব এটিএম কাউন্টার রক্ষীবিহীন, সেই সব ব্যাঙ্ক গুলোর সঙ্গে আগামী দিনে বিশেষ আলোচনায় বসবে বলে জানায় হাবড়া পুলিশ। পুলিশ সূত্রে আরই জানা গিয়েছে যে, ওই সব রক্ষীবিহীন এটিএম কাউণ্টার গুলো তে বাড়তি নজরদারী চালাবে তাঁরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles