জয় চক্রবর্তী, বাগদাঃ আগামি ১৩ই আগস্টের একটি দলীয় কর্মসূচির প্রস্তুতির জন্য ৭ই আগস্ট, মঙ্গলবার বাগদার হেলেঞ্চা বাজারে একটি দলীয় মিটিং দেকেছিল এস সি এস টি সেলের সভাপতি নিউটন বালা। সভায় উপস্থিত হেলেঞ্চা পঞ্চায়েতের নির্বাচিত তৃনমূলের প্রতিনিধি মাধুরী সরকারের অভিযোগ, মিটিংটি একটি কমপ্লেক্সের ২ তলায় হচ্ছিল। হঠাৎই কিছু স্থানিয় যুব-তৃনমূল কর্মীরা মিটিং এ ঢুকে নিউটন বালাকে মারধর করতে করতে রাস্তায় নিয়ে আসে এবং তাকে আটক করে কোথায় রাখা হয়েছে তার হদিশ পাইনি তারা। জানাগিয়েছে, এস সি এস টি সেলের ব্লক সভাপতি নিউটন বালা আসলে উপেন বিশ্বাসের অনুগামী। আর একি যায়গায় তৃনমূলের ২টি গোষ্ঠী তৈরি হওয়ার জেরেই এই ঘটনা ঘটে। এস সি এস টি সেলের এক কর্মী চন্দন সরকারের অভিযোগ, হঠাৎ গজীয়ে ওঠা যুব-তৃনমূলের কর্মীরা আসলে উপেন বিশ্বাস যাতে ১৩ই আগস্ট দলিয় কর্মসূচিতে না আসতে পারে, তাই এই হামলা করা হয়েছে। ঘটনাটি ঘটার পর বাগদা থানার সামনে অবরোধ শুরু করে নিউটন বালার অনুগামীরা। ঘটনাস্থলে সাংবাদিকরা পৌছলে তারা অবরোধ তুলে বাগদা থানায় অভিযোগ দায়ের করে।
3 - 3Shares