Tuesday, March 28, 2023
spot_img

তাপমাত্রা বাড়লেও শীতের দাপট অব্যাহত

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

সম্প্রতি বেশ কয়েকদিন জাঁকিয়ে ঠাণ্ডা পরার পর গত ২৪ ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের দাপট অব্যাহতই রয়েছে। গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,কাশ্মীরে প্রবল তুষারপাতের জেরে গোটা উত্তর ভারত জুড়েই শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। তার জেরে তাপমাত্রা ক্রমশ কমছিল। পশ্চিমবঙ্গের অনেক জেলায় শৈত্যপ্রবাহের জেরে গত এক সপ্তাহে তাপমাত্রার পারদ ৪-৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। তবে কাশ্মীরে এখন পরিস্থিতির খানিকটা উন্নতি হওয়ায় উত্তুরে হাওয়ার দাপট কিছুটা কমেছে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ সামান্য বেড়েছে।

এর পাশাপাশি আরও বলেন, কলকাতায় আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এবং জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,750FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles