40 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

পরমাণু সমঝোতা রক্ষা হলে তেল বিক্রিতে পরিবর্তন আসবে না: ইরান

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি পরমাণু সমঝোতা বাস্তবায়ন করে তাহলে তেহরানের এক ফোটা তেলও অবিক্রিত থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে তিনি একথা বলেছেন।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক প্রধান মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে ১৯শে মে তেহরানে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাঙ্গানেহ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি সমঝোতার প্রতি অনুগত থাকে তাহলে ইরানের তেল বিক্রিতে কোনো ওঠানামা হবে না।

তিনি আরও বলেন, "এ ক্ষেত্রে ওপেকের পক্ষ থেকে প্রতিটি নতুন সিদ্ধান্তে ঐক্য থাকতে হবে এবং আমি বিশ্বাস করি ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে সাহায্য করবে। তারা সাহায্য করলে আমাদের তেল বিক্রিতে কোনো পরিবর্তন আসবে না।"

পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বের হয়ে যাওয়ার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা করেছে। এ অবস্থায় শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন কিছু কর্মসূচি ঘোষণা করেছে যার কারণে ইরানের সঙ্গে ইউরোপের দেশগুলোর বাণিজ্যে তেমন কোনো জটিলতা সৃষ্টি হবে না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সদস্য দেশগুলো ইরানের সঙ্গে সরাসরি নগদ অর্থে বাণিজ্য করতে পারবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles