ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
নির্বাচন পরবর্তী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মগরাহাট থানার উত্তর যুগদিয়া গ্রাম। গতরাতে ওই গ্রামে তৃণমূলের সঙ্গে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে ভরতি করা হয়।
গতরাতে এলাকা দখলকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। অভিযোগ, বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। পালটা হামলা চালায় বাম ও কংগ্রেস। একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ। পাঁচজন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও কয়েকজন।
খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বসানো হয় পুলিশ পিকেট। পুলিশ আসায় অনেকে পালিয়ে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।