অরিন্দম রায় চৌধুরী, বেঙ্গল টুডেঃ ১২ই এপ্রিল রাতে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর কল্যাণী রোড সংযোগ স্থলে রাস্তার ধারের একটি দোকানে হঠাৎই আগুন লেগে যায়। এমনকি দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে পাশাপাশি অবস্থিত একটি হোটেল আর তার পাশের আরও দুটি দোকানে। যদিও সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন এবং দমকলে খবর দেন। এরপর দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষনে অগ্নিদগ্ধ ওই দোকান গুলি পুরে ছাই হয়ে যায়। প্রাথমিক সুত্রে খবর, দমকলের কর্মীরা বলতে পারেননি যে আগুন ঠিক কি কারনে লেগেছে তবে অনুমান শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আপাতত…
Day: April 13, 2018
ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বামেদের ধর্মঘটের নেই কোন প্রভাব
ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ ১২ই এপ্রিল বামফ্রন্ট ভোর ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৬ ঘন্টার ধর্মঘটের ডাক দেন। ১৩ই এপ্রিল সকাল থেকে সেই ধর্মঘট কার্যকরী হলেও বামফ্রন্টের ডাকা ধর্মঘটকে সাধারন মানুষ এক প্রকার নাকচ করে রাস্তায় বের হন। সকাল থেকেই রাস্তায় বাস, ট্রাম প্রভৃতি চলাচল স্বাভাবিকই ছিল। এমনকি শিয়ালদহ ও হাওড়া শাখার ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল। অপরদিকে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, অফিস যাত্রী সকলেই নিত্যদিনের মতোই নিজেদের কাজে বের হন। অপরদিকে এদিন এই ধর্মঘটের কোন প্রভাব পরেনি ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। এখানেও সকাল থেকেই স্বাভাবিক শিল্পাঞ্চলের কারখানা থেকে বাজার, দোকান সবই। প্রতিদিনের…