32 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

দেশ জুড়ে খুশির ঈদ পালন, শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

১৬ই জুন দেশ জুড়ে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। মূলত ১৫ই জুন শুক্রবার ঈদ পালনের কথা জানানো হলেও চাঁদ দেখতে না পাওয়ার কারনে ১৬ই জুন খুশির ঈদ পালন করা হয়। ঈদ উপলক্ষ্যে এদিন উৎসবের আমেজে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। ঈদ পালনের সঙ্গে সঙ্গেই শেষ হয় রামজান মাস। কেনাকাটা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই মিলিয়ে আজ উৎসবে মুখরিত গোটা দেশ। শুরু হয়েছে একে অপরকে শুভেচ্ছাবার্তা প্রেরণের পালা। এদিন ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

At Furfura Sarif, West Bengal Pic Courtesy: B Ghosh

[espro-slider id=9992]

অপরদিকে খুশির ঈদ উপলক্ষ্যে ১৫ই জুন টুইট করে সকলকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।

এদিন ঈদ উপলক্ষ্যে কলকাতার বিভিন্ন স্থানে রয়েছে দিনভর বিভিন্ন অনুষ্ঠান। দুপুর ৩টে সময় পার্ক সার্কাস ৭ নম্বর ক্রশিং থেকে শোভাযাত্রা বেরিয়ে তা শেষ হবে ময়দানে প্রেস ক্লাবের সামনে। পাশাপাশি মল্লিক বাজার থেকে মেয়ো রোডে পৌঁছাবে শোভাযাত্রা।

এছাড়া দেশের বাকি অংশে অর্থাৎ নয়াদিল্লির জামা মসজিদে পাঠ করানো হয় ঈদের নামাজ। অন্ধ্রপ্রদেশের বিয়জওয়াড়ার গান্ধী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকেও দেখা যায় ঈদের নামাজে। এবং উত্তরপ্রদেশের যোগী রাজ্যেও ঈদের উৎসবে মাতোয়ারা সকলে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles