30 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

তিন বছরের মধ্যে রেকর্ড গড়ল পেট্রল

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বর্তমানে আকাশ ছুলো পেট্রলের দাম। ১৬ ই জানুয়ারি পেট্রলের দাম ২০১৪ সালের সর্বোচ্চ দামকেও ছাপিয়ে গেল। এর পাশাপাশি ডিজেলের দামও বেড়েছে। এদিন দিল্লীতে পেট্রলের দাম প্রতি লিটার ৭১.২৭ টাকা বেড়েছে এবং একইরকম ভাবে পেট্রলের দাম ৯ পয়সা করে বেড়েছে কলকাতা, মুম্বই ও চেন্নাইতে। ২০১৪ সালের পর দাম এতটা কখনও ওঠেনি।

অপরদিকে, দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হল প্রতি লিটার ৬১.৮৮ টাকা। মূলত এদিন দেশের ৪ টি শহরে ডিজেলের দাম বেড়েছে ১৪-১৬ পয়সা প্রতি লটার। কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৬৪.৫৪ টাকা, ৬৫.৯০ টাকা ও ৬৫.২৩ টাকা প্রতি লিটার। অন্যদিকে, এদিন কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল ৭৯.১৫ টাকা প্রতি লিটার। চেন্নাই ও মুম্বইয়ে ৭৩.৮৯ টাকা প্রতি লিটার।

প্রসঙ্গগত জানা যায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। ফলে অপরিশোধিত তেলের আমদানি অনেকটাই কমে গিয়েছে। গত ১২ ডিসেম্বর দিল্লিতে ডিজেলের দাম ছিল ৫৮.৩৪ টাকা প্রতি লিটার। এমনকি গত মাসেই ডিজেলের দাম ৩ টাকা ৪০ পয়সা বাড়ানো হয়েছিল। এবার সেই দাম গিয়ে দাঁড়াল ৬১ টাকা ৮৮ পয়সায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles