ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
কাশ্মীরে গুলি করে খুন করা হল ‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সাংবাদিক সুজাত বুখারিকে। শ্রীনগরে লালচকের কাছে জঙ্গিদের গুলি করা হয় বুখারিকে।
জানা যায়, অফিস শেষে ইফতার পার্টির জন্য যাচ্ছিলেন তিনি সে সময়ই অজ্ঞাত পরিচয় ৩ ব্যক্তি বাইকে করে এসে বুখারিকে লক্ষ্য করে গুলি চালায়। কাশ্মীরে শান্তি ফেরাতে উদ্যোগী ছিলেন বুখারি। ঘটনার দরুন গুলিতে মৃত্যু হয়েছে তাঁর দেহরক্ষীরও, আহত হয়েছেন বুখারির গাড়ির চালক। ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।
ঘটনায় টুইটে প্রতিবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজমাথ সিং। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করে টুইট করেন। টুইটে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।