Saturday, February 4, 2023
spot_img

মিনাখায় সিলকোসিসে আক্রান্ত হয়ে মৃত ১

শান্তনু বিশ্বাস, মিনাখাঃ

১৪ই জুন মিনাখায় সিলকোসিসের মত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত এক গ্রামবাসী। মৃতের নাম নূরহোসেন মোল্লা (২২)। বাড়ি মিনাখা থানার অন্তর্গত ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামে।

গ্রামবাসীদের দাবি, বিগত ২ থেকে আড়াই বছরে একে একে এই গ্রামের ১৬ জন তরতাজা যুবক ক্ষয়রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। গোয়ালদহ গ্রামের আরও ৫০ জন মানুষ এই ব্যধিতে আক্রান্ত হয়ে শয্যাশয়ী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। ২০১৩ সালের পর থেকে আজও মৃত্যু মিছিল অব্যহত মিনাখায়।

আক্রান্তদের অভিযোগ, একসঙ্গে এত মানুষ অসুস্থ ও মৃত্যু হওয়ার পরও টনক নড়েনি প্রশাসনের। প্রশাসনের সহযোগিতায় জোটেনি পাকা ঘর কিংবা আর্থিক সাহায্য।

তরতাজা যুবক নূরহোসেন মোল্লা টানা ১ বছর তিনি শয্যাশায়ী। নিয়মিত অক্সিজেন, ইনহেলার, ইনজেকশান আর ওষুধের দৌলতে বেঁচে আছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি মিনাখা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৫ ভাইয়ের সংসারে নূরেরা দুজন সিলকোসিসে আক্রান্ত। তাঁর বাবাও নিরুদ্দেশ বছর দুয়েক ধরে। ফলে পুরো পরিবারটাই এখন পথে বসেছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles