ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
অবশেষে লাল-হলুদ সমর্থকদের প্রতিক্ষার অবসান ঘটল। অর্থাৎ ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে শহরে উপস্থিত হলেন ডুডু ওমাগবেমি।
১৪ ই জানুয়ারি দুপুর ১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন ডুডু। আর তাকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন লাল-হলুদের বেশ কিছু সমর্থকও।
প্রসঙ্গগত আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে এদিনই শহর ছেড়েছে ইস্টবেঙ্গল। মূলত আইজলের ম্যাচ থেকেই ডুডুকে চাইছেন ইস্টবেঙ্গল। এর দরুন ১৫ ই জানুয়ারি তড়িঘড়ি ডুডুকে আইজলে পাঠিয়ে দেওয়া হবে। তবে আইজল ম্যাচের আগে ডুডুকে দলের সঙ্গে জুড়ে দিলেও ডেভিডদের বিরুদ্ধে জেটল্যাগ কাটিয়ে ডুডু কতটা মাঠে নামতে পারবেন তা নিয়েই রয়েছে সংশয়। পাশাপাশি কোচ যদি চান তাহলে আইজল ম্যাচের দ্বিতীয়ার্ধেই মাঠে দেখা যেতে পারে ডুডুকে।