Friday, March 24, 2023
spot_img

নতুন এক টুর্নামেন্টের সাথে যুক্ত হল KKR

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

কলকাতা পৌরনিগম এবং CAB-র উদ্যোগে শুরু হতে চলেছে মেয়র্স কাপ। এই কাপের সঙ্গে যুক্ত হতে চলেছে IPLদল কলকাতা নাইট রাইডার্স। মূলত এই টুর্নামেন্টে পঞ্চাশটিরও বেশি স্কুল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের নাম KKR মেয়র্স কাপ। এই টুর্নামেন্টের কলকাতা নাই রাইডার্স দলের পক্ষ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে ২০ লাখ টাকা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চ মাসের শুরুতে এই টুর্নামেন্ট শুরু হবে।

১১ই জানুয়ারি দীর্ঘ আলোচনার পর CAB-র যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেন, “এই পুরো টাকাটাই আমরা তৃণমূল স্তরের ক্রিকেটারদের জন্য খরচ করব। ময়দানেরই বিভিন্ন মাঠে এই ম্যাচগুলো আয়োজন করা হবে। রঙিন বল এবং রঙিন পোশাকে খেলা হবে।”

অপরদিকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলও এই সময় খেলতে আসছে। এই দলের সঙ্গে বেশ কয়েকটি তিনদিনের এবং একদিনের ম্যাচ খেলা হবে। তবে এই ম্যাচগুলো কলকাতায় আয়োজন করা হচ্ছে না। উল্লেখ্য চন্দননগর কিংবা খড়গপুরের মতো জায়গায় এই ম্যাচগুলো আয়োজন করা হবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles